তালায় জনতা ব্যাংকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর” ¯েøাগান সামনে রেখে সাতক্ষীরার তালায় মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে জনতা ব্যাংক। এ উপলক্ষ্যে গতকাল রবিবার সকালে জনতা ব্যাংক তালা শাখার উদ্যোগে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জনতা ব্যাংকের এরিয়া প্রধান মোঃ জাকির হোসেন।
এ সময় জনতা ব্যাংক তালা শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, জাতপুর পুলিশ ক্যাম্পের এএসআই মোঃ আলাউদ্দীন, সাংবাদিক নজরুল ইসলাম, বিএম জুলফিকার রায়হান, আকবর হোসেন, ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জনতা ব্যাংক তালা শাখার সকল কর্মকর্তা–কর্মচারীবৃন্দ, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।