তালায় ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু
তালা প্রতিনিধি
তালায় ছোট ভাইয়ের লাশ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, তালা উপজেলার খেশরা গ্রামে। গতকাল মঙ্গলবার যোহরবাদ দু-ভাইয়ের একই সাথে দাফন সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানাযায়, খেশরা ইউনিয়ন পরিষদের সদস্য শামছুল হকের পিতা শের আলী মোড়ল (৮৫) মারা যান রাত ১টার দিকে। সকালে তার লাশ দেখে বড় ভাই আব্দুল কাদের মোড়ল (৮৭) বিলাপ করতে করতে হৃদরোগে আত্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি … রাজিউন। মরহুম শের আলী মোড়লের ৪ পুত্র ২ কন্যা এবং আঃ কাদের মোড়লের ৪ পুত্র ১ কন্যা রেখে যান। মঙ্গলবার যোহরের নামাজবাদ একই সাথে দু-ভাইয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ৮ ঘন্টার ব্যবধানে ২ ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।