তালায় ছুটিতে বেড়াতে আসা পুলিশ কনষ্টেবল’র হাতে প্রতিবেশী জখম
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুটিতে বাড়ীতে বেড়াতে আসা এক পুলিশ কনস্টেবলের হাতে মারাত্বক জখম হয়েছে তারই প্রতিবেশী দেব্রত মজুমদার (৫৭)। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে তালা উপজেলার আটারই গ্রামে। মাথা ও বাম চোখে রক্তাক্ত জখম ও সারা শরীরে মারাত্বক ফোলা জখম নিয়ে দেব্রত মজুমদার বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তালা হাসপাতালে চিকিৎসাধীন দেব্রত কুমার মজুমদার জানান, পৈত্রিক সস্পত্তির সীমানা নিয়ে তুচ্ছ অজুহাতে প্রতিবেশী বিষ্ণপদ মজুমদারের পুত্র পুলিশ কন্সটেবল (যশোর কোর্টে কর্মরত) অরুন কুমার মজুমদার বাড়ীতে এসেই আমাকে ধরে নিয়ে ব্যাপক মারপীট করে। এসময় তার ভাই হরিপদ, গনেষ ও ভাইপো জয়ন্ত জোর পূর্বক আমার হাত-পা ধরে আমাকে আটকে রাখে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।