তালায় গাজা সেবনের অপরাধে যুবককে কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় গাজা খাওয়ার সরমজম ও গাজা খাওয়ার অপরাধে এক যুবককে ৬ মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতে। গতকাল সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হলেন তালা উপজেলার হরিচন্দ্রকাটি গ্রামের তরুন কান্তি চক্রবত্তীর ছেলে সোমিত্র চক্রবর্ত্তী (২৯)।
জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিচন্দ্রকাটি গ্রাম থেকে গাজা সেবনের সময় তালা থানা পুলিশ সোমিত্র চক্রবর্ত্তীকে আটক করে। এসময় তার বাড়ি তল্লাসী করে গাজা খাওয়ার কলকে, একটি চাকু ও একটি ছোট কাইচি উদ্ধার করে। পরে সোমবার সকালে তালা থানার পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯(গ) ৩৬ ধারায় ৬ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন। তালা থানার ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।