তালায় একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
একুশে পদক প্রাপ্ত খ্যাতনামা চিত্র শিল্পী, তালার কৃত্বি সন্তান সৈয়দ জাহাঙ্গীর’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গতকাল রবিবার তালার তেঁতুলিয়ার বাসভবনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, ঁেততুলিয়া ইউনিয়নের আ’লীগের সভাপতি আবুল কালাম আযাদ, ইউপি সদস্য ইয়াছিন সরদার, সৈয়দ জুলু, কাজী মারুফ হোসন, জুয়ায়েদ আকবর প্রমুখ।
ঊল্লেখ্য, সৈয়দ জাহাঙ্গীর ১৯৩৫ সালের ৪ নভেম্বর তালার তেঁতুলিয়া গ্রামে সম্ভ্রান্ত হাশেমী পরিবারে জন্ম গ্রহন করেন। ১৯৫৫ সালে ঢাকা আর্ট কলেজ থেকে সফলতার সাথে চারুকলার উপর গ্রাজুয়েশন সম্পন্ন করেন। শিক্ষক শিল্পাচার্য জয়নুল আবেদীনের প্রিয় ছাত্র সৈয়দ জাহাঙ্গীর’র আাঁকা চিত্র নিয়ে আমেরিকা, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত একক প্রদর্শনী করা হয়। এছাড়া বাংলাদেশ, ভারত, নেপাল, চায়না, জাপান, ভুটান, হংকং, ইতালী, জিম্বাবুয়ে, ফ্রান্স ও আমেরিকা সহ ১৬টি দেশে তার চিত্র নিয়ে শতাধিক গ্রæপ প্রদর্শনী করা হয়। তিনি ১৯৮৫ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি ৮৩ বছর বয়সে ২০১৮ সালের ২৯ ডিসেম্বর ঢাকায় ইন্তেকাল করেন। তাকে তালার তেঁতুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।