তালায় উত্তরণ কমিউনিটিজকে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুদান প্রদান
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় এনএটিপি ফেজ-২ এর আওতায় উত্তরণ কমিউনিটিজ লিমিটেডকে এগ্রিকালচার ইনুভিশান ফান্ডের ৪ লাখ ২৭ হাজার টাকা অনুদান প্রদান করে প্রাণিসম্পদ অধিদপ্তর। উক্ত অনুদানে দুগ্ধ বহনকারী পিকআপ ক্রয় করে উত্তরণ কমিউনিটিজ লিমিটেড।
গতকাল বৃহস্পতিবার তালা প্রাণিসম্পদ কার্যালয়ে উত্তরণ কমিউনিটিজ লিমিটেডকে উক্ত পিকআপ হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহীদুল ইসলাম। এ সময় তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ^াস, তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ ইয়াসিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর এবং উত্তরণ কমিউনিটিজ লিমিটেড এর মোঃ সাজ্জাত হোসেন উপস্থিত ছিলেন।