তালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি
অর্জুন বিশ্বাস,তালা (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
“সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে গতকাল ৮ মার্চ (শুক্রবার) সকালে বেসরকারী সংস্থা উত্তরণ এর আয়োজনে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ’র সহযোগিতায় উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি বের করে। এ সময় খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ শামছুন্নাহার, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উত্তরণ কর্মকর্তা সঞ্জয় আচার্য্য, নাজমা খাতুন, হেদায়েত উল্লাহ মুকুল, পাঠক ফোরামের সভাপতি উত্তম চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্জুন বিশ্বাস