November 28, 2024
আঞ্চলিক

তালায় আনসার ও ভিডিপি কোম্পানী কমান্ডারের সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ উপজেলা কোম্পানী কমান্ডারকে জড়িয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ ও সাবেক আনসার সদস্য কতৃক আনসার ও ভিডিপি উপ-মহাপরিচালক বরাবর দাখিলকৃত মিথ্যাচারের প্রতিবাদে গতকাল বুধবার তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লিখিত বক্তব্য পাঠ করেন, আনসার ও ভিডিপি তালা উপজেলা কোম্পাণী কমান্ডার মোঃ আব্দুল গফুর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা উপজেলার ১২ টি ইউনিয়নে দলনেতা-নেত্রীসহ মোট ৪৮ জন ইউনিয়ন কর্মী দায়িত্বপ্রপ্ত রয়েছেন। তহমিনা খাতুন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে দূর্নীতি-অনিয়ম,স্বজনপ্রীতি জিরো টলারেন্সে চলে এসেছে। একজন সৎ, পরিশ্রমী ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

এছাড়া তার অধীনে দায়িত্ব পালনকালে আচার-ব্যবহারে সকলে সন্তুষ্ট হলেও একটি স্বার্থান্বেষী,কু-চক্রী,অর্থলোভী বিশেষ করে সাবেক আনসার সদস্য আসলাম উদ্দীনসহ তার কতিপয় অনুসারীরা খুশী হতে পারেননি। তাদের হীণ উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়ে কর্মকর্তা তাহমিানা খাতুনের বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট কূ-রুচীপূর্ণ অভিযোগ উত্থাপন করে আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক ও স্থানীয় সাংবাদিকদের কাছে সরবরাহ করেছে।

উক্ত মিথ্যা ভিত্তিহীন অভিযোগকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় ১২টি ইউনিয়নে দলনেতা-নেত্রীসহ কর্মী অর্ধাশতাধীক আনসার সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *