January 22, 2025
আঞ্চলিক

তালায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দোকান নির্মাণের চেষ্টা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা উপজেলার জাতপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে জমির মালিকানা দাবিদার উভয় পক্ষকে শান্তি-শৃংখলা রক্ষার্থে নিজ নিজ স্থানে থাকার নির্দেশ দিয়েছে।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের জাতপুর গ্রামের মৃত ইছার উদ্দীন খাঁ ছেলে জাহান আলী খাঁ গংদের সাথে আতের আলী খাঁ’র ছেলে আবুল হোসেন খাঁ গংদের সাথে জাতপুর মৌজার ৩৩৮ নং খতিয়ানের  ৪২২ দাগের ৬৪ শতক জমির মধ্যে ১০ শতক জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আবুল হোসেন গংরা হঠাৎ বিরোধপূর্ণ জমিতে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করলে তা বন্ধ করতে জাহান আলী খাঁ উচ্চ আদালতে একটি পিটিশন মামলা করেন। উচ্চ আদালত জমির মালিকানা দাবিদার উভয় পক্ষকে ছয় মাস (স্ট্রে অর্ডার) নিজ নিজ স্থানে থেকে শান্তি শৃংখলা বজায় রাখার আদেশ দেন। কিন্তু আবুল হোসেন গংরা আবারও আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ ওই জমিতে রাতের আঁধারে দোকান ঘর নির্মাণ কাজ করতে থাকে। এ ঘটনায় জাহান আলী তালা থানায় হাজির হয়ে পুলিশকে অবগত করলে পুলিশ পরিদর্শন করে জমিতে দোকানঘর নির্মাণ বন্ধ করে দেন এবং মালিকানা দাবিদার উভয়পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দেয়। জমিটির দখল নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা রয়েছে।

এ বিষয়ে জাহান আলী খাঁ বলেন, আমি সন্তানাদি নিয়ে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি। জমিটি উদ্ধারের জন্য আদালতসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি। আমি জমিটি উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছি।

আবুল হোসেন খাঁ’র ছেলে কামরুল ইসলাম বলেন, আমরা নিজেদের ক্রয়কৃত ১৬শতক জমির মধ্যেই দোকান নির্মাণ করছি বিরোধপূর্ণ ১০ শতক জমি আদালতের আদেশে ফেলানো রয়েছে।

জাতপুর ক্যাম্প ইনচার্জ এসআই সাহিদুর রহমান বলেন, বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেন খাঁ দোকান ঘর নির্মাণ করছিল। ওসি সাহেবের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, জাহান আলী খাঁ বিষয়টি পুলিশকে অবহিত করলে সাথে সাথে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত দোকান নির্মাণের কাজ বন্ধ রয়েছে বলে তিনি জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *