January 22, 2025
আঞ্চলিক

তালায় অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না আনোয়ারা বেগমের

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালায় অর্থের অভাবে চিকিৎসা হচ্ছেনা  দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত বিধবা আনোয়ারা বেগমের। তিনি তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের পচু নিকারীর কন্যা। অসহায় নিঃসন্তান আনোয়ারা বেগম (৪৫) জানান, বেশ ক’বছর আগে স্বামী মারা যাবার পর তিনি বাবার বাড়ি জেয়ালা নলতায় বসবাস করেন। সেখানে থেকে বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

সম্প্রতি তার জরায়ুর নাড়িতে ইনফেকশানসহ টিউমার ধরা পরে। অপারেশানসহ চিকিৎসা হতে তার প্রায় এক লাখ টাকার প্রয়োজন। কিন্তু বিধবা হতদরিদ্র আনোয়ারা বেগমের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর জন্য ০১৯০৫-৮২৩৯১২ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

 

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *