তালার সিনিয়র সাংবাদিক আব্দুল আলীমের দাফন সম্পন্ন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালার প্রবীন সাংবাদিক আব্দুল আলীমের নামাজে জানাজা গতকাল শনিবার সকালে তালার বারুইহাটি গ্রামের শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জাতীয় পার্টির উপজেলা সভাপতি এস এম নজরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এসএ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ ফয়সাল, গাজী সুলতান আহম্মেদ, আব্দুস সালাম, মোঃ আব্দুল জব্বার, প্রভাষক ইয়াছিন আলী, নুর ইসলাম, অর্জুন বিশ্বাস, বাপ্পী মজুমদার, সেলিম হায়দার, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, প্রভাষক নজরুল ইসলাম, খলিলুর রহমান লিথু, এস এম লিয়াকত হোসেন, মোঃ আকবর হোসেন, আজমল হোসেন জুয়েল, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ তাজমুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, আছাদুজ্জামান রাজু, মোঃ মিজানুর রহমান, খলিলুর রহমান, সুমন রায় গণেষ, কাজী লিয়াকত হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, পি এম গোলাম মোস্তফা, এহসানুল হক, আব্দুস ছালাম সহ সাতক্ষীরা-খুলনা অঞ্চলের সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিক আব্দুল আলীমের আতœার শান্তি কামনায় রবিবার বিকালে তালা প্রেসক্লাবে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রেসক্লবের সকল সাংবাদিকদসহ সুধীজনদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু।