তালার প্রবীণ আ’লীগ নেতা গণেশ চৌধুরী আর নেই
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালার প্রবীণ আওয়ামী লীগ নেতা গণেশ চন্দ্র চৌধুরী (৯৮) আর নেই। গত সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে নিজ বাড়িতেই তিনি ইহলোক ত্যাগ করেন। তিনি তালা সদর ইউনিয়নের জাতপুর গ্রামের মৃত সুরেন্দ্র নাথ চৌধুরীর ছেলে ও বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর কর্মকর্তা শম্ভূচরণ চৌধুরীর বাবা। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ মুক্তযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ও আশ্রয়দাতা এবং আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের উপর অবিচল আস্থাশীল ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুরে তালার মাঝিয়াড়া মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া (দাহ কার্য) সম্পন্ন হয়। এদিকে বঙ্গবন্ধুর এ নিবেদিত প্রাণ সৈনিক গণেশ চন্দ্র চৌধুরীর আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।