তালার প্রত্যন্ত অঞ্চলের রাস্তা-ঘাট
ভারীযান চলার কারণে চলাচলের অযোগ্য
অর্জুন বিশ্বাস, তালা (সাতক্ষীরা)
তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের লোকাল রাস্তায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অহরহ চলছে ১০ চাকার ভারী ট্রাক। ফলে সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত রাস্তা ধ্বসে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, এলজিইডি, নিরব দর্শকের ভূমিকা পালন করায় উপজেলার অধিকাংশ রাস্তা–ঘাট বেহাল দশা পরিনত হয়েছে !
সরেজমিন ঘুরে দেখা যায়, ৬৭ লাখ টাকা ব্যায়ে সদ্য সমাপ্ত হওয়া তালা উপজেলার ধলবাড়িয়া–তেরছি রাস্তায় ইট বালু ভর্তি ১০ চাকার ৪০/৪৫ টন ওজনের ট্রাক প্রবেশ করছে। ১৬ শ মিটার রাস্তার দু ধারে পুকুর ও জলাশয় থাকায় ৫০ ফুট রাস্তা বারেই দেবে ধ্বসে পড়েছে। বর্তমানে ঐ রাস্তাটি চলাচলের অযোগ্য হওয়ায় রাস্তাটি পূণঃ সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ইটের ট্রাক ঢুকাতে চাইলে স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে প্রভাবশালীরা ইটের ট্রাক আটকে মোটা অংকের চাদা দাবী করে। সংশ্লিষ্ট ঠিকাদার সোহেল আরও জানান, ইতিপূর্বে ঐ চক্র তার নিকট ২ লক্ষ টাকা চাদা দাবী করে ব্যর্থ হয়ে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তারা ভারী যান বহন ঢুকাই অথচ আমার সামান্য কিছু ইটভর্তি ট্রাক ঢুকতে দেয়না। স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম বলেন, রাস্তাটি পাইলিং সহ উচু না করে অল্প সময়ের মধ্যে সম্পন্ন করায় টেকসই হয়নি। তালা উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার কাজী আবু সাইদ মোঃ জসীম জানান, লোকাল রাস্তায় সাধারণত ৮ টনের বেশী ওজনের যান বহন চালানো নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও ঐ এলাকার লোকজন সেটা না মানলে তাদের রাস্তায় ধ্বংস হবে।