November 24, 2024
আঞ্চলিক

তালার জাতপুরে ভূমিদস্যুদের দৌরাত্মে সাধারণ মানুষ আতংকিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর, তেঁতুলিয়া, আলাদীপুর, ডাঙ্গানলতা, আগোলঝাড়া ও জেয়ালাসহ আশপাশের গ্রামে মাদক ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের নেতৃত্বে সরকারিসহ এলাকার গরিব ও অসহায়দের জমি দখল, কৃষকদের ঠকিয়ে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি, মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকান্ড চলছে। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা ও দূর্ধর্ষ চরমপন্থী ক্যাডাররা সরকারী দলের কতিপয় নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে এলাকায় রামরাজত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছে। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন দিনে দিনে নাভিশ^াস হয়ে উঠছে।

মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় ইতোমধ্যে জাতপুর পুলিশ ক্যাম্পের চৌকস ইনচার্জ এসআই শাহীদুর রহমানকে শায়েস্তা করার মিশন নিয়ে মাঠে নেমেছে ওই সিন্ডিকেট। জাতপুর এলাকার মাদক ব্যবসায়ী ও ভূমিসদ্যুদের অপকর্ম সংক্রান্তে ইতোপূর্বে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া তালা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি উত্থাপিত হয়। কিন্তু থানা পুলিশ যথাযথ ব্যবস্থা না নেয়ায় শান্তিপ্রিয় মানুষ তাদের জীবন ও সম্পদ নিয়ে আতংকিত রয়েছে।

সূত্রে প্রকাশ, একটি রাজনৈতিক মহলের ছত্রছায়ায় বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীরা তালার জাতপুর বাজারে দীর্ঘদিন ধরে মাদকের স্পট তৈরি করেছে। বাজারের কয়েকটি স্থানে নাম সর্বস্ব দোকান করে ব্যবসার আড়ালে তারা মাদক ব্যবসা চালাচ্ছে।

জানাগেছে, কেশবপুর, ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলার নিকটবর্তীতে তালার জাতপুর বাজার অবিস্থত। এছাড়া সাতক্ষীরা জেলা শহর থেকেও জাতপুর বাজার নিকটবর্তী এবং এখানে যাতায়াতের জন্য একাধিক সড়কপথ রয়েছে। যে কারণে মাদক ব্যবসায়ীদের কাছে জাতপুর বাজার নিরাপদ স্পট হওয়ায় এলাকার একাধিক স্থানে মাদক বিকিকিনি হচ্ছে। গডফাদারদের মদদে মাদক ব্যবসায়  করে ইতোমধ্যে অনেকেই লাখপতী হয়েছে।

অভিযোগ উঠেছে, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের জমি দখল, সরকারি জমি দখল, পরিবারের মধ্যে বিরোধ বাধিয়ে দিয়ে আর্থিক সুবিধা আদায় এবং সাধারন মানুষদের জিম্মি করে এলাকায় রামরাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে। এই সকল মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের মধ্যে অনেকেই একাধিক মামলার আসামী রয়েছে। আবার কেউ সাজাপ্রাপ্ত আসামী, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ক্যাডার এবং বিএনপির ক্যাডার রয়েছে। এই সিন্ডিকেট চলতি আমন মৌসুমে ধান সরবারহে লটারীতে বিজয়ী কৃষকদের কৃষি কার্ড হাতিয়ে নেয়। পরে সেই কার্ড ব্যবহার করে সরকারি খাদ্য গুদামে নি¤œমানের ধান সরবারহ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মাদক ব্যবসায়ী ওই সিন্ডিকেট জাতপুর গ্রামের অসহায় ও দরিদ্র জাহান আলী খাঁ’সহ তার প্রতিবেশী এক মহিলার, মৃত আনোয়ারা বেগমের, রাজিয়া বেগমের, আফছার আলীর, মৃত আমীর আলীর, মৃত. দিছার উদ্দীনের, তেঁতুলিয়া গ্রামের জামাল গংদের এবং আলাদীপুর গ্রামের আব্বাস আলী শিকদারের জমি জোর দখলের চেষ্টা চালায়। কিন্তু তালা থানার ওসি ও জাতপুর ক্যাম্প ইনচার্জ শাহিদুর রহমানের হস্তক্ষেপে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়। ওই সিন্ডিকেটের ভূমিদস্যুরা তাদের পরিবারের এক মহিলাকে দিয়ে তালার তৎকালীন সেটেলমন্ট অফিসারকে রাতের মনোরঞ্জন করিয়ে জাতপুর গ্রামের একটি সরকারি পুকুর নিজেদের নামে রেকর্ড করিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, জমি দখল রোধ এবং মাদক ব্যবসা বন্ধ করতে জাতপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. শাহীদুর রহমান শক্ত অবস্থানে রয়েছেন। এই ক্যাম্পে যোগদানের পর উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে জাতপুর, তেঁতুলিয়া, সুভাষিণী ও ডাঙ্গালতাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ইতোমধ্যে তিনি বিপুল পরিমানে ফেন্সিডিল, ইয়াবা এবং গাঁজা উদ্ধার করেছেন। তিনি একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাযতে পাঠিয়েছেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সম্প্রতি তিনি হরিনের মাংসসহ ৪জন পাচারকারীকে আটক করেন। এছাড়া দরিদ্র ও অসহায় মানুষদের জমি দখল করার চেষ্টাকালে তালা থানার ওসি’র নির্দেশনায় ভূমিদস্যুদের একাধিক দখলবাজী রোধ করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন। এছাড়া নিয়মিত ডাকাতির কারণে সড়কের আতংকিত তেঁতুলিয়া বিশ^াসের মোড়, পেয়ারাতলা মোড়, জাতপুর বটতলা ও খৈতলা নামক স্থানে অবস্থান গ্রহন সহ ষাড়াসি অভিযান চালিয়ে এলাকা ডাকাতের আতংক দূর করেছেন।

আইন-শৃঙ্খলার সহাবস্থানে তাঁর এসব কর্মকান্ডে মাদক ও ভূমিদস্যু সিন্ডিকেট ব্যাপকভাবে ফুঁসে উঠেছে। এসআই শাহীদুর রহমানকে শায়েস্তা করতে ইতোমধ্যে দুর্নীতিবাজ ইউপি সদস্য হাফিজুর শিকারী ও হোসেন আলী খাঁসহ সিন্ডিকেটের একাধিক সদস্য পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তরে হয়রানীকর অভিযোগ করেছে।

এ ব্যাপারে এলাকার শান্তি প্রিয় মানুষ মাদক ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ উর্দ্ধতন পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *