তালার গোনালী ৫ দিন ব্যাপী বড়দিনের উৎসব সমাপ্ত
তালা প্রতিনিধি
তালার গোনালী এফসিসিবি চার্চ এ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী বড়দিনের উৎসব গতকাল ২৯ ডিসেম্বর সমাপ্ত হয়েছে। এফসিসিবি চার্চ এর কমকর্তা রোভা ঃ রঘুনাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। চার্চ সম্পাদক রনজিৎ দাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, উপজেলা মহিলা সংস্থার সভপতি প্রভাষক সুতপা রাহা, এফসিসিবি চার্চ এর মাইকেল সরকার, মিলন সরকার, দেবপ্রসাদ সরকার প্রমুখ ।