তারেককে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ
দক্ষিণাঞ্চল ডেস্ক
একুশে আগস্ট হামলাসহ বেশ কয়েকটি মামলায় সাজা নিয়ে যুক্তরাজ্যে পালিয়ে থাকা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে ওবায়দুল কাদের জানিয়েছেন।
এ বিষয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “তাকে ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় তা তা করা হচ্ছে। কূটনৈতিক ও রাজনৈতিক যে উদ্যোগ, সে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এ ব্যাপারে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে।”
খালেদা জিয়ার ছেলে তারেক রহমান একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলা, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলা এবং মুদ্রাপাচারের এক মামলায় দণ্ডিত। দেশে ফিরলে তাকে যাবজ্জীবন সাজা খাটতে হবে। সেনা নিয়ন্ত্রিত তত্ত¡াবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হয়ে তারেক পরের বছর ২০০৮ সালে জামিনে মুক্তি নিয়ে লন্ডনে যান। তারপর থেকে স্ত্রী-কন্যা নিয়ে সেখানেই রয়েছেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেককে দেশে ফিরিয়ে এনে তার দণ্ড কাযর্করের উদ্যোগ নেওয়ার কথা এর আগেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে তার কোনো অগ্রগতি দেখা যায়নি।