January 21, 2025
লাইফস্টাইল

তারকাদের তারকা মুকেশ আম্বানির রাজকীয় লাইফস্টাইল!

ভারতের তারকাদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সব সময়ই তুঙ্গে। আর বলিউডের বড় বড় তারকাদের কাছেও যিনি তারকার চেয়েও বেশি তিনি রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি।

এক যুগ ধরে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। বিশ্বের ধনীদের তালিকায়ও তিনি প্রথম কয়েকজনে। এই ধনকুবেরের সম্পদের পরিমাণ পাঁচ লাখ কোটি টাকারও বেশি।

আগের দিনের ধনী রাজাদের জীবন যাপনের ‍কিছুটা আমরা জেনেছি গল্প শুনে, বই পড়ে বা সিনেমা দেখে। এই আমলেও রাজকীয় জীবনযাপন করেন মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি।

আম্বানি পরিবারে বিলাসবহুল লাইফস্টাইলের জন্য রয়েছে রোল-রয়েস, বিএমডব্লিউ, মার্সিডিজসহ সব দামী ব্র্যান্ডের গাড়ি।

নিজস্ব বিমানে ছোটোখাটো অফিসও রয়েছে। বিলাসবহুল কেবিন থেকে মিটিং রুম, হোটেল, ভিডিও গেম খেলার ব্যবস্থা, মিউজিক সিস্টেম সবই রাখা হয়েছে।

সমুদ্রে সময় কাটানোর জন্য ইয়াচ কিনে রেখেছেন আম্বানি। ৫৮ মিটার লম্বা ও ৩৮ মিটার চওড়া এই জলজাহাজের ছাদ পুরোপুরি সোলার গ্লাস দিয়ে তৈরি। ভেতরে রয়্যাল সুইট, পিয়ানোবারসহ ডাইনিং রয়েছে নৈশভোজের ব্যবস্থা।

দিন শেষে কাজ থেকে সবাই নিজের ঘরে ফেরে। আম্বানিও ফেরেন তার কয়েক হাজার কোটি টাকার বাড়িতে। মুম্বাইয়ের কাম্বালা হিলে আল্টামন্ট রোডে সাতাশ তলা এই বাড়িটিকে সাজানো হয়েছে আম্বানি দম্পতির স্বপ্নের মতো করে।

মিডিয়াতে মুকেশ আম্বানির মতোই জনপ্রিয় তার স্ত্রী নীতা আম্বানি। নীতার বিলাসবহুল লাইফস্টাইলের অনেক গল্পই আমাদের জানা। যেমন প্রতিদিন তার সকাল শুরু হয় লাখ টাকার চা-পান করে। তিনি একবারের বেশি কোনো পোশাক বা জুতা ব্যবহার করেন না। তার কালেকশনে রয়েছে বিশ্বের সেরা সব ব্র্যান্ডের ব্যাগ-ঘড়ি-সানগ্লাস। যেকোনো অনুষ্ঠানে শত তারকার ভেতরেও চারপাশ উজ্জ্বল-আলোকিত হয়ে ওঠে ‍মুকেশ-নীতা আম্বানির উপস্থিতিতে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *