তামিম-রিয়াদদের নাশতা খাওয়ালেন পাকিস্তান প্রেসিডেন্ট
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) অনুশীলনের পর স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশ যায় পাকিস্তানের যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট আরিফ আলভির মধ্যাহ্নভোজে। তবে বাবর-তামিমরা প্রেসিডেন্ট ভবনে গেছেন দুপুরে নয়, বিকেলে।
প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণে চায়ের সঙ্গে অন্যান্য খাবারও পরিবেশন করা হয়। স্যান্ডউইচসহ ঝাল-মিষ্টি নানা ধরনের সন্ধ্যাকালীন নাশতা পরিবেশন করা হয় তামিম-মাহমুদউল্লাহদের।
বাংলাদেশ দলকে আতিথেয়তার কোনো কমতি রাখছে না পাকিস্তান। প্রেসিডেন্ট ভবনে নিমন্ত্রণ সেটিরই অংশ। প্রেসিডেন্টের আমন্ত্রণে ইসলামাবাদ শহরও ঘুরে দেখে টাইগাররা।