January 20, 2025
খেলাধুলা

তামিমের কাছ থেকে আম্পানের খবর নিলেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যক্তি হিসেবে অসাধারণ একজন মানুষ। একদম ঠাণ্ডা মাথার মানুষ। ক্রিকেট মাঠে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তাকে কখনো মাথা গরম করতে দেখা যায়নি। তামিম ইকবালের লাইভেও সেই নিপাট ভদ্রলোকের হিসেবেই দেখা গেল তাকে। বাংলাদেশের খোঁজখবরও যে টুকটাক রাখেন তিনি, সেটাও বোঝা গেল।

করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতেছেন। বৃহস্পতিবার (মে ২১) দুপুরে সে আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউই অধিনায়ক। সেখানেই লাইভের শুরুতে তামিমের সঙ্গে কুশল বিনিময়ের সময় ঘূর্ণিঝড় আম্পানের খবর নিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

উইলিয়ামসন বলেন, ‘আশা করি বাংলাদেশের মানুষ করোনা থেকে নিজেদের এড়াতে পারছে। আবার শুনলাম একটি ঘূর্ণিঝড় নাকি আঘাত হেনেছে বাংলাদেশে। আশা করি তোমরা সবাই সবাই সুস্থ ও ভালো আছো।’

তামিম অবশ্য উইলিয়ামসনকে জানিয়ে দিয়েছেন আম্পানে বাংলাদেশের তেমন ক্ষতি করতে পারেনি। উইলিয়ামসনকে তামিম বলেন, ‘সাইক্লোনটি ভারতের পশ্চিমবঙ্গে যেভাবে আঘাত হেনেছে, এখানে সেভাবে আঘাত করেনি। আমরা সবাই নিরাপদে আছি, সুস্থ আছি।’

শুধু তাই নয়, এদেশের করোনা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান উইলিয়ামসন। তামিম জানিয়ে দেন, লকডাউন দীর্ঘায়িত হলে দেশের দিন এনে দিন খাওয়া মানুষদের অসুবিধা হবে। অন্যান্য সমস্যাগুলোও বাড়বে। এমনকি করোনার চেয়েও বেশি সমস্যা হয়ে দাঁড়াতে পারে খিদে। তাই সরকার ধীরে ধীরে সব খুলছে।

এক ফাঁকে উইলিয়ামসন নিজ দেশের করোনা পরিস্থিতির কথাও জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *