January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

তরুণ ভোটার, মা-বোনদের ও বয়ঃবৃদ্ধ মুরুব্বি সবার কাছে ভোট চাই : বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, সারাদেশের উন্নয়নের সাথে খুলনার ব্যাপক উন্নয়ন চলমান রয়েছে। প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নগরীর প্রতিটি রাস্তার, ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই এর সকল উন্নয়ন কাজ সম্পন্ন হবে। ইতমধ্যে জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যাল খুলনা বিল পাশ হয়েছে। নগরীর যানজট নিরসনের লক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে জনবহুল ও ব্যস্ততম সড়ক জিরোপয়েন্ট থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে চারলেনের নির্মান কাজ শুরু হয়েছে। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের উদ্যোগে নগরীর প্রতিটি ওয়ার্ডে অসহায়, দরিদ্র ও কর্মজীবী প্রসূতি মায়েদের মাঝে ভাতা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আপনারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কামাল লিলিকে ভোট দিলে আপনাদের ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনাদের ভোটে নির্বাচিত হলে সে সবসময় আপনাদের খেদমতে পাশে থাকবে। আমরা তরুণ ভোটার, মা-বোনদের, বয়ঃবৃদ্ধ মুরুব্বি সবার কাছে ভোট চাই। আশা করি আপনারা আগামী ১৩ ফেব্রুয়ারি উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে লিলির আনারস প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
বুধবার সন্ধ্যায় ২৯ ও ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে টিবি ক্রস রোড ও সুন্দরবন কলেজ সেন্টারে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ফেরদৌস আলম চাঁন ফারাজী, শেখ আনোয়ার হোসেন, জোবায়ের আহমেদ খান জবা, শেখ ফারুক হাসান হিটলু, মফিদুল ইসলাম টুটুল, এস এম আকিল উদ্দিন, নাজনীন নাহার কনা, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক আহমেদ, এ্যাড. শামীম মোশারফ, ফয়জুল ইসলাম টিটো, শিহাব উদ্দিন, সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এম এ নাসিম, এ্যাড. রাবেয়া হালিম করবী, এস এম আসাদুজ্জামান রাসেল, কামরুল ইসলাম, রিতা আলম মো. শহিদুল হাসান, আইয়ুব খান, নুরানী রহমান বিউটি, নাসরিন আক্তার, নুর জাহান রুমি, রেকসোনা কালাম লিলি, জব্বার আলী হীরা, মাহমুদুর রহমান শাওন, মাহমুদুর রহমান রাজেস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলি ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে ৩টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় নির্বাচনী গণসংযোগ করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *