September 29, 2024
জাতীয়

ঢামেক হাসপাতালে নার্সের আত্মহননের চেষ্টা

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডিউটিরত অবস্থায় ফাঁসিতে ঝুলে এক সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই নার্সের নাম মৌসুমি দত্ত। তিনি বর্তমানে ঢামেক আইসিইউতে চিকিৎসাধীন।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার হাসপাতালের পুরাতন ভবনের চারতলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ডিউটিতে ছিলেন মৌসুমী। আমরা জানতে পেরেছি সন্ধ্যার দিকে কারো সঙ্গে মোবাইলে কথা বলছিলেন তিনি। কথা বলার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুঠোফোনটি ছুঁড়ে মেরে ভেঙে ফেলেন মৌসুমী। এর পরপরই নিজেদের ড্রেসিং রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে উদ্ধার করা হয়।

মৌসুমীর অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢামেক পরিচালক। তাকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকেও অবগত করা হয়েছে। এখন বিষয়টি পুলিশ দেখবে বলে জানান তিনি।

এ ব্যাপারে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢামেক শাখার সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারি বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। মৌসুমীর অবস্থা খুবই গুরুতর। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করছি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *