December 23, 2024
জাতীয়

ঢামেকের বাথরুমের জানালা ভেঙে পালালো গুলিবিদ্ধ আসামি

দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক গুলিবিদ্ধ আসামি হাসপাতালের বাথরুমের জানালা ভেঙে পালিয়ে গেছে। ইদ্রিস মাতবর (৪০) নামে ওই আসামিকে খুঁজছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের বাথরুমের ভাঙা জানালা আরও ভেঙে পালিয়ে যায় ইদ্রিস মাতবর। সে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার একটি ডাকাতি মামলার আসামি ছিল। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ইদ্রিসের পাহারায় ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্য ও এক আনসার সদস্য। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ‘ওই আসামিকে খুঁজছি।’
যোগাযোগ করা হলে টঙ্গিবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, গত ফেব্র“য়ারি মাসে টঙ্গিবাড়ী থানা এলাকায় একটি ডাকাতদল ডাকাতি করতে যায়। সেসময় ইদ্রিস মাতবরের শরীরে দু’টি গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে ছুটে গিয়ে পুলিশ ওই অবস্থায়ই তাকে গ্রেফতার করে। এরপর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই মফিজুল জানান, আদালতের অর্ডার ছিল, সুস্থ না হওয়া পর্যন্ত ইদ্রিস হাসপাতালে থাকবে। ঢামেকে তার প্রহরার দায়িত্ব ছিল ডিএমপির। কিছুক্ষণ আগে শুনেছি সে পালিয়ে গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *