ঢামেকের করোনা ইউনিটে তিন দিনে ২৬ জনের মৃত্যু
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নতুন করোনা হাসপাতালে ভর্তি শুরুর পর থেকে তিন দিনে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার (২ মে) থেকে এ বার্ন ইউনিটে করোনা আক্রান্ত ও সন্দেহভাজনদের ভর্তি কার্যক্রম শুরু হয়।
সোমবার (৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইউনিট কোভিড হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ।
তিনি জানান, গত শনিবার থেকে নতুন কোভিড হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু হয়। আজ সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত এখানে সর্বমোট ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ ছিল। বাকিরা সবাই সাসপেক্ট (সন্দেহভাজন)।
কর্মস্থলে ডিউটিরত অবস্থায় ফোনে তিনি আরও জানান, এই তিন দিনে এখানে ৯৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে আনুমানিক ৪৭ জন করোনা পজেটিভ। ভর্তি রোগীদের মধ্যে বর্তমানে ৬ জন আইসিইউতে আছেন, তাদের অবস্থা তেমন ভালো নয় বলেও জানান তিনি।
রিয়াজ আরও জানান, গত ২ মে ১ জন, ৩ মে ১২ জন, ৪ মে রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ২৬ জনের মধ্যে ২৩ জনের মরদেহ নিয়ম অনুযায়ী দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। ৩ জনের মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন।