ঢামেকের আইসোলেশনে দুজনের মৃত্যু করোনায় নয়
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা দুইজনের মৃত্যু করানো ভাইরাসের কারণে হয়নি। তাদের পরীক্ষার রিপোর্ট করোনা ভাইরাস নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢামেক নতুন ভবনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত দুইজনের রক্তের নমুনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। পরীক্ষার রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা করানো ভাইরাসে মারা যাননি। হাসপাতাল মর্গ থেকে স্বজনদের কাছে স্বাভাবিক নিয়মে মরদেহ দু’টি হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে ঢামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে যে দুইজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের বয়স ৬৫ বছর। আরেকজনের ৩২। তারা করোনা ভাইরাসের উপসর্গ ভর্তি ছিলেন।
এর আগে বুধবার ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ জানান , মঙ্গলবার (৩১ মার্চ) তারা হাসপাতালে ভর্তি হন। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। এরপর রাত সাড়ে ১০টার দিকে একজনের মৃত্যু হয়। এছাড়া আরেকজন বুধবার (১ এপ্রিল) ভোর ৫টার দিকে মারা যান।