ঢাবিতে ছাত্রদলের ওপর হামলা নিন্দা জেলা বিএনপির
খবর বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের পর ঢাবি ক্যাম্পাসে সোমবার এ হামলার ঘটনায় ছাত্রদলের ২০ নেতাকর্মী গুরুতর আহত হয়। ক্যাডারদের হামলা থেকে রেহাই পাননি সাংবাদিকরাও। আহত হয়েছেন তিনজন।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, গাজী তফসির আহমেদ, খান জুলফিকার আলী জুলু, এ্যাড. এম এ আজিজ, মোঃ মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, এস এম মনিরুল হাসান বাপ্পী, মোল্লা খায়রুল ইসলাম, মোস্তফা উল বারী লাভলু, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মেজবাউল আলম, শামসুল আলম পিন্টু, আলী আসগর, এ্যাড. একেএম শহিদুল আলম, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা প্রমুখ।