ঢাকা সিটি ভোট: ইভিএম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন কড়া নিরাপত্তায় ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।
শুক্রবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের ৪৩ ধরনের সরঞ্জাম বিতরণ করছেন। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে দেখা গেছে।
আটটি করে মোট ১৬টি ভেন্যু থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২ হাজার ৪৬৮টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে। দুই সিটি করপোরেশনের ভোটার রয়েছেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।
এই ভেন্যুর সহকারী রিটার্নিং অফিসার মো. আব্দুস সালাম বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রিজাইজিং কর্মকর্তাদের ভোটের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে।
ভোটার, ওয়ার্ড, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ
সিটি |
সাধারণ ওয়ার্ড |
সংরক্ষিত ওয়ার্ড |
ভোটার সংখ্যা |
ভোটকেন্দ্র |
ভোটককক্ষ |
ঢাকা উত্তর |
৫৪ |
১৮ |
মোট: ৩০,১০,২৭৩ পুরুষ: ১৫,৪৯,৫৬৭ নারী: ১৪,৬০,৭০৬ |
১৩১৮ |
৭৮৪৬ |
ঢাকা দক্ষিণ |
৭৫ |
২৫ |
মোট: ২৪,৫৩,১৯৪ পুরুষ: ১২,৯৩,৪৪১ নারী: ১১,৫৯,৭৫৩ |
১১৫০ |
৬৫৮৮ |
ঢাকা রেসিডেন্সিয়াল মলেড কলেজ থেকে উত্তর সিটি করপোরেশনের ১৩১টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
ঢাকা উত্তরের নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। ইভিএম মেশিনসহ ভোটের অন্যান্য সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে।
মনেনয়নপত্র দাখিলকারী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা
ঢাকা উত্তর সিটি করপোরেশন |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন |
|||||
মেয়র |
সংরক্ষিত আসনের কাউন্সিলর |
সাধারণ আসনের কাউন্সিলর |
মেয়র |
সংরক্ষিত আসনের কাউন্সিলর |
সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর |
|
মনোনয়নপত্র দাখিলকারী |
০৭ |
৮৯ |
৩৭৪ |
০৭ |
১০২ |
৪৬০ |
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা |
০৬ |
৭৭ |
২৫১ |
০৭ |
৮২ |
৩২৬ |
যেসব ভেন্যু থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে সেখানে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে এসব সরঞ্জাম নিয়ে যেতে দেখা গেছে।
কর্মকর্তারা জানান, ইভিএম মেশিন, ইভিএম ফিঙ্গার মেশিন ফরম, ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, বিশেষ খাম; ভোটদান প্রক্রিয়ার পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ ৪৩ ধরনের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।