December 22, 2024
জাতীয়

ঢাকা-লন্ডন সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকা-লন্ডন সম্পর্ক আরো শক্তিশালী করার অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম ও লন্ডনের মেয়র সাদিক খান। স্থানীয় সময় বৃহস্পতিবার লন্ডনে তারা এক বৈঠকে এই অঙ্গীকার করেন।

বৈঠকের বিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম টুইটারে জানান, লন্ডনের মেয়র সাদিক খানের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে ব্রিটিশ-বাংলা কমিউনিটি, জলবায়ু, ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে বৈঠকের বিষয়ে সাদিক খান এক টুইটার বার্তায় বলেছেন, লন্ডনের সঙ্গে সাংস্কৃতিক বন্ধন শক্ত করতে বাংলাদেশি লন্ডনবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে আমি আনন্দিত। তার সঙ্গে বৈঠকে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী করার কথা বলেছি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *