ঢাকা মেডিকেলের ‘আইসোলেশনে’ রোগীর মৃত্যু
শ্বাসকষ্টসহ নভেল করোনাভাইরাসের মতো লক্ষণ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ষাটোর্ধ্ব ওই ব্যক্তির মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একজন বৃদ্ধ মারা গেছেন। তিনি অসুস্থ ছিলেন। তার নমুনা নেওয়ার জন্য আইইডিসিআরকে বলা হয়েছে।”
হাসপাতালের জ্যেষ্ঠ এক স্বাস্থ্যকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ব্যক্তি শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ নিয়ে মেডিসিন বিভাগে এসেছিলেন।
“নভেল করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়।”
এবিষয়ে জানতে চাইলে সরকারের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, “কোনো রোগীর তথ্য স্পেসিফিক বলি না। রোগীর পরিচয় নিশ্চিত করা যায় এমন তথ্য দিব না।
“যদি এসে থাকে তাহলে টেস্ট হয়েছে অথবা হচ্ছে।”