ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত ২ জনের সংস্পর্শে গাইবান্ধায় আক্রান্ত আরও ৪
গাইবান্ধায় আরও ছয়জনের করোনাভাইরাস ধরা পড়েছে; যাদের মধ্যে দুইজন এসেছেন ঢাকা-নারায়ণগঞ্জ থেকে; আর চারজন আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে আসা এক স্বজনের সংস্পর্শে এসে
আক্রান্তদের চারজনই গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের এক পরিবারের সদস্য বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম।
তিনি বলেন, এই চারজন গত ১১ এপ্রিল গোবিন্দগঞ্জে প্রথম শনাক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। প্রথম শনাক্ত ব্যক্তি নারায়ণগঞ্জের এক পোশাক কারাখানার কর্মী। তিনি সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। এই চারজন তার স্ত্রী, ছেলে ও ছোট দুই ভাই।
সাদুল্লাপুরে যে যুবক আক্রান্ত হয়েছেন তিনিও নারায়ণগঞ্জ থেকে এসেছেন বলে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়ার খান বিপ্লব জানিয়েছেন।
বিপ্লব বলেন, আক্রান্ত এই যুবক উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার কর্মী। চার দিন আগে তিনি বাড়ি ফিরেছেন।
সাঘাটা উপজেলার আক্রান্ত ব্যক্তি ফিরেছেন ঢাকা থেকে।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের এই যুবক ঢাকায় দিনমজুরের কাজ করতেন। দিন চারেক আগে তিনি বাড়ি ফিরেছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা শেষে মঙ্গলবার রাতে এই ছয়জন আক্রান্ত হওয়ার খবর আসে বলে জেলার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানিয়েছেন।
সিভিল সার্জন বলেন, এ নিয়ে এ জেলায় মোট ১২ জন আক্রান্ত হওয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে।
গত ২২ মার্চ জেলায় প্রথম দুইজন আমেরিকা প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য মেলে। পরে তাদের সংস্পর্শে আসা আরও তিনজন এবং গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসা এক ব্যক্তির আক্রান্ত হওয়ার তথ্য আসে।