ঢাকা থেকে গোপালগঞ্জে আসা ৪ জন আক্রান্ত
গোপালগঞ্জে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; যারা ঢাকা থেকে উপসর্গ নিয়ে এসেছেন।
আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। আর সেসব বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, এই চারজনেরই বাড়ি জেলার কাশিয়ানী উপজেলায়। তারা ঢাকা থেকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আসেন। খবর পেয়ে গত ১৫ এপ্রিল তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
“শুক্রবার রাতে তাদের পরীক্ষার প্রতিবেদনে আসে। এতে চারজনেরই করোনাভাইরাস পজেটিভ এসেছে।”
আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হবে।
সিভিল সার্জন বলেন, গোপালগঞ্জে মোট ২১ জন আক্রান্ত হয়েছেন। সদর উপজেলায় তিনজন, মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, কাশিয়ানীতে চারজন ও টুঙ্গিপাড়ায় চারজন। আক্রান্ত সবাইকে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে মারা যাওয়া তিন নারী করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে প্রতিবেদন পাওয়া গেছে, জানিয়েছেন সিভিল সার্জন।
এই তিন নারী হলেন কাশিয়ানী উপজেলার বুধপাশা গ্রামের গৃহবধূ (২০), টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের গৃহবধূ (৫০) ও মুকসুদপুর উপজেলার টিকারডাঙ্গা গ্রামের এক শিক্ষিকা (৫২)।
এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ৩০ বছরের এক গৃহবধূ জ্বর, সর্দি-কাশি ও শ্বসকষ্ট নিয়ে শনিবার সকালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীম উদ্দীন।