January 21, 2025
জাতীয়

ঢাকা ছাড়লেন আরও ৩০১ মার্কিন নাগরিক

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় চতুর্থ দফায় বাংলাদেশ ছাড়লেন আরও ৩০১ মার্কিন নাগরিক।

মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ওমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন এই মার্কিনিরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি দেরি করে মঙ্গলবার মধ্যরাতে ঢাকা ছেড়ে যায়।

এর আগে তিনটি ফ্লাইটে দেশে ফেরেন মার্কিনিরা। এর মধ্যে গত ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন নাগরিক দেশে ফিরেছেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মান, জাপান, মালয়েশিয়া, রাশিয়া, কানাডা ও ভুটানের নাগরিকরাও বাংলাদেশ ছেড়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *