ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনা আক্রান্ত
ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার তার ফলাফল পজিটিভ এসেছে। তিনি বর্তমানে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম বাংলানিউজকের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওই কারারক্ষী পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থাকতেন। তার দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। দু’দিন আগে তার জ্বর, ঠাণ্ডা ও কাশি হলে তাকে পরীক্ষা করানো হয়। মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায় করোনা পরীক্ষায় তার পজিটিভ এসেছে।
পরে তাকে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে থাকা আরও তিন কারারক্ষীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানান জেলার মাহবুবুর ইসলাম।