December 24, 2024
জাতীয়

ঢাকা উত্তর সিটিতে সাধারণ ছুটি ঘোষণা বৃহস্পতিবার

দক্ষিণাঞ্চল ডেস্ক
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনের দিন অর্থাৎ বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ২৮ ফেব্র“য়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি কর্পোরেশন এলাকায় যদি ওই তারিখে কোনও পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে ওই পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবেন। আগামী ২৮ ফেব্র“য়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *