ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার সাভারে ছাগলবোঝাই একটি ট্রাক পুকুরে পড়ে চালকের সহকারীসহ দুইজন ও বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কে শুক্রবার ভোরে ও বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার এএসআই মো. শরীফুল ইসলাম জানান।
নিহতরা হলেন- ছাগলের বেপারী যশোর জেলার সদর থানার তেচুলিয়া গ্রামের ইসলাম মÐলের ছেলে জাকারিয়া হোসেন (৩৫), জয়পুরহাট জেলার সোনাপাড়া থানার ট্রাক চালকের সহকারী হাসান মিয়া (৩০) ও খুলনার জাকিয়া সুলতানা বিলকিস।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ বলেন, জয়পুরহাট থেকে ঢাকাগামী ছাগলবোঝাই একটি ট্রাক জোড়পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালকের সহকারী ও এক ছাগলের বেপারী নিহত এবং ট্রাকে থাকা দুই শতাধিক ছাগল পানিতে ডুবে মারা যায়।
লিটন বলেন, এ সময় সময় ট্রাকের চালক লাফ দিয়ে বের হতে পারায় তিনি প্রাণে বেঁচে যান। পরে ছাগলের আড়তে ফোন করে তিনি দুর্ঘটনার খবর দেন।
এএসআই শরীফুল বলেন, ঘন কুয়াশা এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পুকুরে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক পালাতক রয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় বাসচাপায় জাকিয়া সুলতানা বিলকিস নামে এক পথচারী নারী নিহত হন বলে শরীফুল জানান। তিনি বলেন, ওই নারীর লাশ উদ্ধার ও তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।