ঢাকায় ১২ কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত
ঢাকায় ১২ জন কারারক্ষীর নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান।
যেসব হাসপাতালে বন্দিরা চিকিৎসাধীন থাকেন, সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে রক্ষীরা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান বলেন, নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারের কোয়ার্টারে প্রায় দুইশ কারারক্ষী থাকেন।
“অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে কারাবন্দিরা ভর্তি হলে সেখানে পালা করে দায়িত্ব পালন করেন এখানকার কারারক্ষীরা। ডিউটি দিতে গিয়ে এই পর্যন্ত ১২ জন রক্ষী আক্রান্ত হয়েছেন নতুন এই ভাইরাসে।
“তাদের মধ্যে নয়জন মুগদা, দুইজন কেরানীগঞ্জ বিশ শয্যা হাসপাতালে ও একজন মিরপুর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।”
সবার অবস্থাই ভালো জানিয়ে জেলার মাহবুব বলেন, এখন পর্যন্ত কেরানীগঞ্জ কারাগারের কোনো বন্দি এই ভাইরাসে আক্রান্ত হয়নি।
সরকারের হিসাবে বাংলাদেশে বুধবার পর্যন্ত ছয় হাজার ৪৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন এই ভাইরাসে মৃতের সংখ্যা ১৫৫ আর সুস্থ হয়েছেন ১৩৯ জন।
এই ভাইরাসের বিস্তার রোধে সরকার ২৬ মার্চ থেকে ‘সাধারণ ছুটি’ ঘোষণা করে সবাইকে বাসায় থাকার আহ্বান জানিয়ে আসছে।