ঢাকায় শিশু ধর্ষণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার সবুজবাগ এলাকায় সাত বছরের শিশু ধর্ষণ মামলার এক আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শহরের রাজনগর এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জুবায়ের আহমেদ তালুকদারকে (২৮) গ্রেপ্তার করা হয়। জুবায়ের হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরী এলাকার আকির মিয়া তালুকদারের ছেলে।
র্যাব-৩ এর জেষ্ঠ্য সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, গত গত ১৬ জানুয়ারি সকালে ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় সাত বছরের এক শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে জুবায়ের।
এ ঘটনায় ২২ জানুয়ারি রাতে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে র্যাব জুবায়েরের মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান জানতে পারে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই বাসার ছাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।