ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার ডিকসন
দক্ষিণাঞ্চল ডেস্ক : বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে রবার্ট চ্যাটার্টন ডিকসনকে নিযুক্ত করা হয়েছে। তিনি এলিসন ব্লেকের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার (১১ মার্চ) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলিসন ব্লেক বাংলাদেশে তার দায়িত্ব সম্পন্ন করে অপর একটি কূটনৈতিক কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন। চলতি মার্চ মাস থেকে রবার্ট চ্যাটার্টন ডিকসন যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
তিনি ঢাকায় আসার আগে ব্রিটিশ ফরেন অফিসের পশ্চিম বলকান বিষয়ক কর্মসূচির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের কাবুল মিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ছিলেন। যুক্তরাজ্যের শিকাগো মিশনের কনসাল জেনারেলসহ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।