ঢাকায় বাসচাপায় পুলিশ সদস্য নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর ভিক্টোরিয়া পার্কের সামনে বাসের নিচে চাপা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত হেমায়েত হোসেন (৫০) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের কনস্টেবল। তিনি নড়াইলের বাসিন্দা।
সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভিক্টোরিয়া পার্কের সামনে দায়িত্বরত হেমায়েতকে ভিক্টর ক্লাসিক পরিবহনের এক বাস চাপা দিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাসের চালককে গ্রেপ্তারের পাশাপাশি বাসটি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।