ঢাকায় দুই বাসে অগ্নিকাণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার সড়কে আগুনে পুড়েছে দুটি বাস; যান্ত্রিক ত্র“টির কারণে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল শনিবার দুপুর সোয়া ৩টার দিকে কারওয়ান বাজারে ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাসে আগুন লাগে। তার আধা ঘণ্টা পর কুর্মিটোলা হাসপাতালের সামনে আগুন লাগে বিআরটিসির একটি দোতলা বাসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত সোহাগ মাহমুদ বলেন, খবর পেয়ে গিয়ে দুটি স্থানে গিয়ে বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, দুটি বাসেই যান্ত্রিক ত্র“টির কারণে আগুন লাগে। বাস দুটিতে যাত্রী থাকলেও সঙ্গে সঙ্গে নেমে পড়ায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
তেজগাঁও থানার ওসি শামীম আল রশীদও বলেন, যান্ত্রিক ত্র“টির কারণে কারওয়ান বাজারে ট্রাস্টের বাসটিতে আগুন ধরেছিল।
ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক বলেন, যান্ত্রিক ত্র“টি থেকেই দোতলা বাসটিতে আগুন ধরেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।