ঢাকায় এটিএম বুথে নিরাপত্তাকর্মীর লাশ
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর বারিধারায় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, সোমবার সকালে বারিধারার জে ব্লকে যমুনা ব্যাংকের বুথের ভেতরে নিরাপত্তারক্ষী শামীমের মরদেহ পাওয়া যায়।
সকালে খবর পেয়ে আমরা বুথের ভেতর থেকে লাশটি উদ্ধার করি। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এটিএম বুথ ভাঙচুর বা লুটের কোনো ঘটনা সেখানে ঘটেনি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।