ঢাকায় আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর
দক্ষিণাঞ্চল ডেস্ক
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়াম্যান শশাঙ্ক মনোহর। গতকাল বুধবার বিকেলে ঢাকায় এসে পৌঁছান তিনি। এটাই প্রথম কোন আইসিসি’র চেয়ারম্যানের বাংলাদেশ সফর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন সাবেক বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) সভাপতি। আগামী ০৮ ফেব্র“য়ারি বিপিএলের ফাইনাল খেলা দেখবেন শশাঙ্ক মনোহর।
আইসিসি চেয়াম্যানের এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দুই মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন শশাঙ্ক। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রথমবার দায়িত্ব পালন করেন তিনি। এরপর জাগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালের অক্টোবর থেকে পরের বছর মে মাস পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাল করেন তিনি।