ঢাকাসহ ৬ বিভাগে শিলাবৃষ্টি হতে পারে
রাজধানী ঢাকাসহ দেশের ৬ বিভাগে ঝড়োহাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সিলেট, ময়মনসিংহ ও রংপুরের কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা চট্টগ্রামের বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৩ দশমিক ৮, ময়মনসিংহে ৩০ দশমিক ৫, চট্টগ্রামে ৩৩ দশমিক ২, সিলেটে ২৯ দশমিক ২, রাজশাহীতে ৩৬ দশমিক ১, রংপুরে ২৭ দশমিক ০, খুলনায় ৩৪ দশমিক ৪ এবং বরিশালে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।