December 27, 2024
জাতীয়

ঢাকার মিরপুরে যুবক খুন

দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার মিরপুরে ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে এক যুবককে। গতকাল সোমবার দুপুরের পর মিরপুর স্টেডিয়ামের পেছনে ৬ নম্বর সড়কে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে ছয় নম্বর রোডের বি ব­কে এ ঘটনা ঘটে। নিহতের নাম রোমান (২৫)। তিনি গ্রিলমিস্ত্রি ছিলেন।
রোমানের সঙ্গে একজন আহতও হয়েছেন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এলাকার কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করছেন ওসি দাদন ফকির। তিনি জানান, ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *