ঢাকার ভাটারায় শিশু ধর্ষণ; ৪ কিশোরের বিরুদ্ধে মামলা
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার ভাটারায় শিশু ধর্ষণের ঘটনায় চার কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মামলাটি করেছেন জানিয়ে ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান শনিবার জানান, আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভাটারার সোলমাইথ এলাকায় বাবা-মার সঙ্গে থাকে ১১ বছরের শিশুটি। পাশেই ফাসেরটেক এলাকায় তার মা এক বাসায় গৃহকর্মীর কাজ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি ওই বাসায় তার মায়ের কাছে গিয়েছিল। মা তাকে ওই বাড়ির বাইরে ১০ মিনিট দাঁড়াতে বলার পর বেরিয়ে এসে আর পাননি। শুক্রবার সকালে ফাসেরটেকের একটি রাস্তার পাশ থেকে অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। তখন সে ধর্ষিত হওয়ার কথা জানায়।
পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে। তাকে পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন।
ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, শিশুটির বর্ণনা অনুযায়ী তার মা আমাদের বলেছেন, চারজন ১৫/১৬ বছরের ছেলে এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে।