December 21, 2024
জাতীয়

ঢাকার বাড্ডায় র‌্যাবের বন্দুকযুদ্ধে যুবক নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকার বাড্ডা এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রনি মিয়া (৩২)। তিনি মাদক বিক্রেতা বলে র‌্যাবের দাবি। গতকাল শনিবার ভোরে বাড্ডার সাতারকুল এলাকায় নিহত হন রনি।

র‌্যাব সদর দপ্তরে সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, বাড্ডার সাতারকুল এলাকায় একদল মাদক বিক্রেতার অবস্থানের খবর পেয়ে তারা এই অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি ছুড়তে শুরু করলে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং বাকিরা পালিয়ে যায়।

আহত রনিকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজান বলেন, ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুটি শটগান ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *