ঢাকার ফাঁকা রাস্তায় একসঙ্গে দুর্ঘটনায় ৫ গাড়ি
ঢাকার শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভনের কাছে একটি ক্রসিংয়ে পাঁচটি গাড়ির সংঘর্ষ ঘটেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনার পর আহত অবস্থায় একজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার এসআই সানাউল হক বলেন, গণভবনের পাশের ক্রসিংয়ে বিভিন্ন দিক থেকে একটি কভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা, একটি মাইক্রোবাস ও একটি পিকআপের সংঘর্ষ হয়।
ঢাকার শেরেবাংলা নগরে বৃহস্পতিবার একসঙ্গে পাঁচ গাড়ির দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা ও প্রাইভেট কার। ছবি: আসিফ মাহমুদ অভি
“কোনোটি মোহাম্মদপুরের দিক থেকে আসছিল, কোনোটি আবার গাবতলী যাচ্ছিল। এরকম পাঁচটি গাড়ি সংঘর্ষের মধ্যে পড়ে।”সংঘর্ষে প্রাইভেট কারের সামনের অংশ এবং জরুরি ত্রাণ বিতরণের কাজে ব্যবহৃত একটি অটোরিকশার এক পাশ দুমড়ে মুচড়ে যায়। আর একটি কোম্পানির পণ্য পরিবহনের একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখা যায়।
ঢাকার শেরেবাংলা নগরে বৃহস্পতিবার একসঙ্গে পাঁচ গাড়ির দুর্ঘটনায় এই প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ছবি: আসিফ মাহমুদ অভি
লকডাউনের কারণে রাস্তায় যানবাহন এমনিতেই কম। তবে সেই সুযোগে অনেক চালকই গতির নিয়ম মানছেন না।এসআই সানাউল হক বলেন, কীভাবে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তারা খোঁজ নিচ্ছেন।