December 25, 2024
আঞ্চলিক

ড. মুহম্মদ শহীদুল­াহ স্মৃতি পদক পেলেন সাংবাদিক জয়নাল ফরাজী

 

দ: প্রতিবেদক

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক-২০১৯ পেয়েছেন দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন এর স্টাফ রিপোর্টার ও দৈনিক নওয়াপাড়া’র বিশেষ প্রতিনিধি জয়নাল ফরাজী। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা খান ফাউন্ডেশনের সহযোগিতায় উদ্দীপ্ত বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে ১৮ জন সাংবাদিকের হাতে এ সম্মাননা পদক তুলে দেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।

সম্মাননাপ্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন ইউএনবি’র খুলনা প্রতিনিধি অধ্যাপক শেখ দিদারুল আলম, দৈনিক আজকের তথ্যের ফটো সাংবাদিক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও বাপ্পী খান, দৈনিক খুলনাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদ, দৈনিক আলোকিত বাংলাদেশ খুলনা ব্যুরো’র স্টাফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, একুশে টিভির খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নূর হাসান জনি, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মামুন খান, ইন্ডিপেনডেন্ট টিভির খুলনা প্রতিনিধি অভিজিৎ পাল, দীপ্ত টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি ফারজানা ববি, দৈনিক দেশ সংযোগের বার্তা সম্পাদক ইয়াসিন আরাফাত রুমি, দৈনিক সময়ের খবরের ক্রীড়া প্রতিবেদক মামুন আব্দুল্লাহ রুবেল, পাঠকের পত্রিকার স্টাফ রিপোর্টার মানজারুল ইসলাম, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মো. নাজমুল হাসান, ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপার্সন আরাফাত হোসেন অনিক ও দৈনিক খুলনাঞ্চলের ফটো সাংবাদিক সোহেল রানা।

এর আগে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘আদর্শ সমাজ গঠনে যুবকদের সচেতন করতে নির্বাচিত জনপ্রতিনিধি ও আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভা, কবিতা পাঠ ও গুণীজন সম্মাননা প্রদান-২০১৯ অনুষ্ঠিত হয়।

ভাষাসৈনিক ও চলচ্চিত্রকার মো: রফিকুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলকাতার বিশিষ্ট কবি ড. অমিত চট্টোপাধ্যায়, কলকাতার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ছন্দা দত্ত। বক্তৃতা করেন সাংবাদিক ও কবি আবু কাজী, মিলন মল্লিক, ইউপি চেয়ারম্যান সরজিৎ কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. গোলাম রব্বানী খান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *