ড্রয়ের পথে বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং টেস্ট
ক্রীড়া প্রতিবেদক
নি®প্রাণ ড্রয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ ইমার্জিং এবং শ্রীলঙ্কা ইমার্জিং দলের চারদিনের অনানুষ্ঠানিক টেস্টটি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনে বৃষ্টির বাগড়ায় পুরো ওভার খেলা সম্ভব হয়নি। শ্রীলঙ্কা শেষ করেছে ৬ উইকেটে ১৯০ রান নিয়ে।
শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা অবশ্য তৃতীয় দিনে একটু প্রতিরোধ গড়েছেন। আগের দিন প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নাইম হাসানের ঘূর্ণিতে ৫৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারিরা।
তবে মধুভান্থা আর বান্দারার ব্যাটে বিপদ কাটিয়েছে লঙ্কানরা। মধুভান্থা ৪০ রানে তানবীর হাসানের শিকার হন। তবে বান্দারা অপরাজিত আছেন ৫৭ রান নিয়ে। এর আগে অধিনায়ক নাজমুল হাসান শান্তর ১৩৩ রানের চোখ ধাঁধানো এক ইনিংসে ভর করে ৩৬০ রানে থামে বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয়বার ব্যাটিংয়ের সুযোগ সম্ভবত আর হবে না স্বাগতিকদের।