ড্রাইভিং লাইসেন্স সহজীকরণে মোংলায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ড্রাইভিং লাইসেন্স সহজকরণে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মোংলা থানা পুলিশ। এর ফলে জেলায় বা বিভাগের না গিয়ে নিজ এলাকার থানা পুলিশের মাধ্যমে ভোগান্তি ছাড়াই ড্রাইভিং লাইসেন্স পাবেন আবেদনকারীরা। আর এ সুবিধা নিতে সকাল থেকেই থানা চত্বরে ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম সংগ্রহে মটরবাই সহ শত শত মানুষের ভীড় জমেছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মোংলা মডেল থানা চত্তরে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স সহজকরন’র কার্যক্রম শুরু হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ড্রাইভিং লাইসেন্স সহজকরন’র কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান, সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ গোরাম সরোয়ার, সাবেক অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাসসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশিরা উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করতে এবং ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীরা যাতে সহজ উপায় নিজ নিজ এলাকা হতেই গ্রহন করতে পারে সে লক্ষেই বিশেষ এ সেবা কার্যক্রমের উদ্যেগ নেয় পুলিশ। খুলনা বিভাগে এই প্রথম পুলিশের মাধ্যমে সরকারের ব্যতিক্রমী এ সেবা কার্যক্রম শুরু হয়েছে জানান মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।