ডেঙ্গু প্রতিরোধে খুবিতে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
খবর বিজ্ঞপ্তি
ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে গতকাল সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একযোগে ব্যাপক পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়। এ উপলক্ষে উদ্বোধনপর্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ দেশে ডেঙ্গু পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি নিজ নিজ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুমুক্ত করতে ইতোমধ্যে ফগার মেশিন দিয়ে মশা নাশক ছিটানো ছাড়াও লেক ও খাল পরিষ্কারের কার্যক্রমের কথা তুলে ধরে তিনি সবার অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পাস পরিচ্ছন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ঈদের ছুটিতে বাড়ি ফিরে গ্রামে বা পাড়ায় পাড়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় সাধারণ মানুষদের সচেতন করে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। সূচনা বক্তব্যের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও নিধনের গুরুত্ব তুলে ধরেন রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। একযোগে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারিবৃন্দ। এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় লেক পরিষ্কার অভিযান শুরু হয়।